মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর এই রুল শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
গত বছর ৫ অক্টোবর দিনগত গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাঈল হোসেন সম্রাট ও সহ-সভাপতি আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাদের ঢাকায় এনে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাব।
এরপর রমনা মডেল থানায় মামলা করে। ওই মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।
নিম্ন আদালত জামিন আবেদন করেন আরমান। কিন্তু ওই আদালত তার জামিনের আবেদন খারিজ করায় তিনি হাইকোর্টে আবেদন করেন।