ভাগ্য সবসময় থাকে সাহসীদের পক্ষেই। সেটার-ই আরও একবার প্রমাণ, মিউনিখের তরুণ সেনানী কিংসলে কোম্যান জাদুতে। ডি বক্সের মধ্যে ৫৯ মিনিটের তার এই হেড, গড়ে দিলো সব হিসাব নিকেশ। স্তাদিও দ্যা লুজ ভাসলো লাল আতশবাজিতে।
অথচ শুরুর গল্পর শুরুটায় যেন নীল উৎসব। প্রথম মিনিট থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলায় রাশটা ছিল প্যারিসিয়ানদের হাতেই। বাভারিয়ানদের ৪-২-৩-১ ফর্মেশনের বিপরীতে পিএসজি ছক ৪-৩-৩।
হেক্সা জিতল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পিএসজির স্বপ্ন গুঁড়িয়ে দিলো বাভারিয়ানরা। একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হলো ফরাসি ক্লাবটিকে। কিংসলে কোম্যানের একমাত্র গোলে ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নিল ট্রফি উঁচিয়ে ধরল বায়ার্ন।