ভোলায় মেরামতের কাজ শেষ পর্যায়ে এসে জোয়ারের পানিতে ধসে গেছে বাঁধ। এতে করে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিরকান্দি এলাকায় বাধ ভেঙে মেঘনার পানিতে অন্তত ১২টি গ্রাম তলিয়ে যায়।
ওই সময় থেকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে সোমবার বিকেল পর্যন্ত পাইলিং করে জিও ব্যাগ ও জিও টিউবে বালি ভরে বাঁধ মেরামতের কাজ প্রায় শেষ করেছিল।
মঙ্গলবার জোয়ারের চাপ কম থাকায় দু-চারটি এলাকা প্লাবিত হয়েছে। তবে এখনো অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্ধী রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, জোয়ারের পানির চাপে বাঁধ মেরামত কাজ ব্যাহত হচ্ছে। সোমবার বিকেলে মেরামতের কাজ শেষ পর্যায়ে ছিল।
সন্ধ্যায় পানির চাপে আবারও ১০ মিটার বাধ ভেঙে গেছে। তবে আর দুই একদিনের মধ্যে সম্পূর্ণ বাধ মেরামত করা হবে বলে তিনি আশা করছেন।