বর্তমান সময়ে মানুষ ব্রাউজারে বেশি সময় কাটাচ্ছেন। যার কারণে একসঙ্গে অনেক ট্যাব খুলে কাজ করতে হচ্ছে তাদের। যার ফলে অনেক সময় ব্রাউজারের গতি কমে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ এক ব্লগপোষ্টে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যালেক্স আইনস্টি।
একই সাইটের অনেকগুলো পেজ খুলে রাখলে প্রিভিউতে সব পেজই এক রকম মনে হয়। গুগল এখানে পরিবর্তন আনার কথা জানিয়েছে। পেজগুলোর পার্থক্য যেন সহজে বোঝা যায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এছাড়াও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নিজেদের ক্রোম ব্রাউজারে এসব নতুন ফিচার এবং আপডেট আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যারা অনেকগুলো ট্যাব খুলে কাজ করেন তাদের জন্য গুগল ক্রম ব্রাউজারের নতুন আপডেটে ১০ শতাংশ ফাস্ট হবে।
ব্রাউজারের সমস্যা এড়াতে নতুন আপডেট এবং ফিচার সামনের কয়েক সপ্তাহে ধীরে ধীরে প্রকাশ করা হবে।