সাভার (ঢাকা): বৈধ ভিসির নিয়োগের দাবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের সময় শিক্ষার্থীরা বাইরে থেকে রুমে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে আসেন। ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) তার কাছে বৈধ উপাচার্য নিয়োগের দাবি, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাজেটের দাবি তুলে ধরেন।
পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে শিক্ষার্থীরা কোনো প্রশ্নের জবাব না দেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা।