রাজশাহীর পুলিশ কমিশনারকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে

রাজশাহীর পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবিরকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে রাজশাহীর কমিশনারের দায়িত্ব পাচ্ছেন এসবি ঢাকার ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক। এ ছাড়া আরো ঊর্ধ্বতন দুই পুলশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরে এ বদলি আদেশ জারি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবিরকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।