উচ্চ শিক্ষার গুনগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে তদারকি বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।
কমিটির বৈঠকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব নির্ধারণের জন্য বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ২০০৯-২০১০ হতে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ২২ হাজার ৯৯০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রমে ২১৫ কোটি ৫৪ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। ওই সকল অডিট আপত্তি নিরীক্ষার সুপারিশ করা হয়।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ।
বৈঠকে কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের ও আব্দুল মান্নান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।