১০৭ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে দৈনিক শনাক্ত হার ১৫ শতাংশের নিচে নেমেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ১৪.৯৬ শতাংশ।
এর আগে সর্বশেষ ১৯ মে শনাক্ত হার ছিল ১৫ শতাংশ। এর পর থেকে বেশির ভাগ সময়ই ওই হার ছিল ১৮-২২ শতাংশের মধ্যে। আর সর্বোচ্চ ৩২ শতাংশ ছিল গত ৩ আগস্ট।
গতকাল আরো জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু ঘটেছে, নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে শনাক্তসংখ্যা তিন লাখ ১৯ হাজার ৬৮৬। এর মধ্যে মারা গেছে চার হাজার ৩৮৩ জন এবং সুস্থ হয়েছে দুই লাখ ১৩ হাজার ৯৮০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি। পরীক্ষা বিবেচনায় মোট শনাক্ত হার ২০.৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬.৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৩৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং আটজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে সাতজন, সিলেটে তিনজন, রংপুরে ছয়জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে। হাসপাতালে ৩১ জন এবং বাসায় একজনের মৃত্যু ঘটেছে।