বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়ায় নিখুঁতভাবে লক্ষ্যভেদ করল নৌবাহিনীর ২ ক্ষেপণাস্ত্র।
বঙ্গোপসাগরে দুটি জাহাজ থেকে দুটি সারফেস টু সারফেস মিসাইল (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করে পরীক্ষা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এতে উভয় ক্ষেপণাস্ত্রই নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।মিসাইল গুলো ১২ কিমি দুরের লক্ষ্যবস্তুকে নির্ভুলকে আঘাত করতে সক্ষম হয়।বিএনএস দুর্জয় থেকে মিসাইলগুলো নিক্ষেপিত হয়।
আজ বুধবার মহড়ার সময় প্রথমে নিক্ষেপ করা হয় বানৌজা দুর্জয়ের দূরপাল্লার সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র। এরপর নিক্ষেপ করা হয় বানৌজা দুর্দান্ত থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র। দুটি ক্ষেপণাস্ত্রই ১২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।