বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনাস্থল এবং বিস্ফোরণে দগ্ধদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ সচেতন থাকলে কোনো অবৈধ কাজ হতে পারে না। অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ অপসারণে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
সব বিতরণ কম্পানির আওতাধীন এলাকায় বিদ্যমান মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।