ফুল বিক্রি করে মায়ের সংসারে অর্থের জোগান দিতো ৯ বছরের ছোট্ট জিনিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা ক্যাম্পাসে যাদের আনাগোনা, জিনিয়ার মিষ্টি হাসির সঙ্গে পরিচিত তারা। বাবা নেই। টিএসসি এলাকায় খোলা আকাশের নিচেই তাদের বসবাস।
ছয়দিন ধরে কোমলমতি পথশিশু জিনিয়া নিখোঁজ।
এদিক-ওদিক খুঁজে বেড়াচ্ছেন, মেয়েকে ফিরে পাচ্ছেন না অসহায় মা। ৬ দিন ধরে নিখোঁজ জিনিয়া। তাকে না পেয়ে দিশেহারা মা সেনুরা বেগম। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গেল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপরিচিত দুজন নারী জিনিয়াকে নিয়ে যায়। ঘটনাস্থলের সবগুলো সিসিটিভি ক্যামেরা ছিলো অকার্যকর। জিনিয়াকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
আরও পড়ুন…
- পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী
- ২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক
- ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন
দুইটা মহিলার সঙ্গে চটপটি খেয়েছে। পরে আমি ওকে বললাম, জিনিয়া তুমি মায়ের সব ফুল বিক্রি করবা। এর কিছুক্ষণ পর এসে আর তাকে পাই না। এর আগেও জিনিয়ার বড় বোন নিখোঁজ হয়েছিলো। ১১ বছর পর তাকে পাওয়া যায়। এই শহরের প্রতি তাই অভিমান জমেছে দুঃখী মায়ের। জিনিয়ার মা বলেন, আমার আর কিছু দরকার নেই। মেয়েটাকে পেলে আমি ঢাকা ছেড়ে চলে যাব।
সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও টিএসসির আশপাশের প্রায় সবগুলো সিসিক্যামেরাই ছিলো অকার্যকর।
জিনিয়া নিখোঁজের পর নতুন করে সিসিক্যামেরাই লাগানো হয়। পুলিশ বলছে, জিনিয়াকে খুজেঁ পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।