দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ এখনো স্বাভাবিক হয়নি।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তাঁর অবস্থার আরও উন্নতি হয়েছে এবং মাথার সেলাই আগামী শনিবার কাটা হতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা।
বুধবার চিকিৎসকরা জানিয়েছেন সেলাই না কাটা পর্যন্ত তাঁকে হাসপাতালের এইচডিইউতেই (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) রাখা হতে পারে।
নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে তার শরীরের ডান পাশ অবশ ছাড়া সার্বিকভাবে সবকিছু প্রায় স্বাভাবিক রয়েছে। তার পূর্ণ জ্ঞান রয়েছে, পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তিনি।
ডা. বদরুল আলম বলেন, তার ডান পাশটা যে অবশ অবস্থায় ছিল, সেটা ওই রকমই আছে। এছাড়া সার্বিকভাবে সবকিছু প্রায় স্বাভাবিক রয়েছে। তার পূর্ণ জ্ঞান রয়েছে, পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন।
নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন জানান, তাঁর অবস্থার উন্নতিতে ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে।