২০০২ সালের ইতিহাসের আজকের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে ১৯০তম সদস্য দেশ হিসেবে। জতিসংঘের অধিকাংশ বিশেষায়িত সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডেই অবস্থিত। যেমন, বর্তমান সময়ে আলোচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর এই সুইজারল্যান্ডের জেনেভাতেই অবস্থিত।
২৬ জুন, ১৯৪৫ সালে যে ৫১টি দেশ সান ফ্রান্সিসকোতে ঐতিহাসিক জাতিসংঘ গঠনের দলিলটিতে স্বাক্ষর করেছিল
তারও ৫৭ বছর পর জাতিসংঘে যোগদান করে বিশ্বের অন্যতম উন্নত এই দেশটি। বের্ন সুইজারল্যান্ডের রাজধানী। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিখ এবং জেনেভা। আল্পস পর্বতমালেএই সুইজারল্যান্ডেই অবস্থিত।
বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ। বিশ্বের আলোচিত সুইস ব্যাংক সমূহও সুইজারল্যান্ডে অবস্থিত।