বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান চাকরি খুইয়েছেন।
একবার চাকরি হারালেন এ বিশ্ববিদ্যালয়ের আরো দুই শিক্ষক।
তাদের মধ্যে যৌন হয়রানি সংক্রান্ত কারণে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত এবং অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসিরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসব সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের সুপারিশ অনুযায়ী এসব ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।