ডেসটিনি গ্রুপের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন জামিন চেয়ে আবারও আপিল বিভাগে আবেদন করেছেন।
আগামী ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করে আদেশ দিয়েছেন। আদালতে রফিকুল আমীনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
হাইকোর্ট গত ২০ আগস্ট রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।
এ অবস্থায় এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রফিকুল আমীন। চেম্বার বিচারপতির আদালত জামিন না দিয়ে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্লানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং ১১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা দুটি করা হয়। ২০১৪ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।