মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির ( গত ২৪ আগস্ট,) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ন মানববন্ধনে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং এম পি মোস্তাফিজের সংসদ সদস্য পদ বাতিল ও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবীতে গতকালও উত্তাল ছিল চট্টগ্রাম।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শেষ হয়।