ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, বগুড়া ও নরসিংদী জেলায় ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে। শিল্প পার্কগুলোয় স্থাপিত শিল্প-কারখানার জন্য দক্ষ জনবলের সরবরাহ নিশ্চিত করতে একই সঙ্গে লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউটও স্থাপন করা হবে।
বর্তমানে শুধুমাত্র উচ্চপদে দক্ষ জনবলের অভাবে লাখ লাখ ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান, ভিয়েতনাম এর জনবল কাজ করছে এধরনের প্রতিষ্ঠান গুলোতে। লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন হলে জনবলের চাহিদা নিজেরাই পূরণ করা যাবে।
জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে দেশীয় হালকা প্রকৌশল শিল্পের অমিত সম্ভাবনা কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বমানের প্রশিক্ষক ও প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোয় দেশীয় জনবলের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।