জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলার বিভিন্ন আদিবাসী সমিতির নেতৃবৃন্দ সমন্বয়ে চাটমোহর পৌরসদরের কাজীপাড়া মহল্লায় আজ ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদের আহবায়ক শ্রী ভীমরাজ মাহাতো’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়ার্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- পাবনা জেলা আদিবাসী পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী সুবল চন্দ্র সিং গুঞ্জ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- চাটমোহর উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন।
স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন- উত্তম কুমার ভূইমালী, কালিপদ পাহাড়িয়া, রতন সরদার, সুনীল রবি দাস, নেপাল চর্মকার, সুরজিৎ সরদার, সুমীর সরদার প্রমূখ।
বক্তাগণ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাজনীতিবিদ, প্রশাসন এবং সংবাদকর্মীরা দাবী আদায়ে আমাদের পাশে রয়েছেন। নিজেদের স্বার্থরক্ষায় জাতীয় আদিবাসী পরিষদের সদস্যপদ গ্রহণের মাধ্যমে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে প্রাপ্য সাংবিধানিক অধিকার আমাদেরকেই আদায় করতে হবে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘নেতারা দুর্নীতিগ্রস্থ হওয়ায় আদিবাসীদের ঐক্য বিনষ্ট হচ্ছে। নেতাদের কারণে সাধারণ সদস্যরা সংগঠনের উপর থেকে আগ্রহ হারাচ্ছেন। দুর্নীতি থেকে নেতৃবৃন্দকে বেরিয়ে আসতে হবে। আগামীতে নির্লোভ, দায়িত্বশীল, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। সঠিক নেতৃবৃন্দের মাধ্যমে স্থানীয় আদিবাসী সমিতি গুলো পূর্ন:গঠন করা হলে সরকার প্রদত্ত শিক্ষা উপবৃত্তি সহ অন্যান্য অনুদানের অর্থ যথাযথভাবে বন্টন করা সম্ভব হবে।’