বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্ষতিকর ব্যক্তি ও প্রতিষ্ঠান সংক্রান্ত’ নীতির আলোকে তারা বিজেপি নেতা রাজা সিংকে ফেসবুক ও ইন্সটাগ্রামে নিষিদ্ধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের ঐ নেতার সঙ্গে এদিকে যোগাযোগ করা হলে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, তার অনুসারী ও অন্য দলের কর্মীরা মিলে তার নামে ফেসবুক পেজ খুলে এমনটা করেছে। এছাড়া নতুন অ্যাকাউন্ট খোলা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা ছিল তার।
সহিংসতা ও ঘৃণা ছড়ানো সংক্রান্ত নীতির লঙ্ঘন করায় ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রাজা সিংকে নিষিদ্ধ করেছে ফেসবুক। ফেসবুকে রাজনৈতিক প্রচারণা ও ঘৃণা ছড়ানো নিয়ে ভারতে চলমান বিতর্কের মধ্যে এমন পদক্ষেপ নিল সর্ববৃহত্ এই সামাজিক যোগাযোগমাধ্যম।
ভারতে ফেসবুক বিতর্ক এখন তুঙ্গে। এই বিতর্কের কেন্দ্রে তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক বিজেপি নেতা রাজা সিং। তার বক্তব্য ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলেও ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভারতে ফেসবুকের কর্মীরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান। অথচ তিনি মুসলিমদের দেশদ্রোহী বলে আখ্যায়িত করেছিলেন।