ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সা:সম্পাদক এড: আনোয়ার হোসেন রেজা এর উপস্থিতিতে, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর জেলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
করোনা কালীন গ্রামীণ জন জীবনের দুঃখ দুর্দশার কথা সবার বক্তব্যে প্রকাশ পায়। কাজ বিহীন গ্রামের খেটে খাওয়া মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারি সাহায্য প্রদানে অনিয়ম দুর্নীতি, সরকারেরই ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।
এক্ষেত্রে শক্তিশালী সংগঠন তৈরির কোন বিকল্প নেই বলে সবাই মনে করে। পাশাপাশি দ্রুত পল্লী রেশন চালু করা,বয়স্ক মানুষের জন্য পেনশন স্কীম দেয়া, মজদুরের যোগ্য সন্তানের ট্রেনিং দিয়ে সরকারি খরচে ( লোন ) বিদেশে পাঠানো সহ কল্যাণ মুখি বেশ কিছু দাবি সরকারের নিকট তুলে ধরা হয়।