রাজধানী ঢাকার পল্লবী থানার পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে এক পুত্রবধূ নারী জানান, তার শ্বশুরের ধর্ষণের শিকার হয়েছেন তিনি। ওই নারী আরও জানান, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী এবং তার একটি সন্তান আছে। চার মাস আগে তার শাশুড়ি মারা গেছেন। এরপর থেকেই শ্বশুর তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিলো কিন্তু লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেননি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ঢাকার পল্লবী থানাধীন মিরপুর ১১, ব্লক এ, ১৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে একজন নারী ফোন করে আইনি সহায়তার অনুরোধ জানান। রোববার সকালে শ্বশুর তাকে ধর্ষণ করে এবং এই ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি দিচ্ছে।
সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পল্লবী থানার এস আই শফিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে পঁচিশ বছর বয়সী ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং শ্বশুর আওয়াল আলী (৭০) কে আটক করেন।
তার স্বামী প্রতিবন্ধী হওয়ায় তার পক্ষে বাবার বিরুদ্ধে কিছু করা সম্ভব নয়। তিনি ৯৯৯ এর কাছে জরুরী পুলিশী ও আইনী সহায়তার জন্য অনুরোধ করেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে পল্লবী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।