তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিতে সমালোচনা থাকবে। আমাদের সমালোচনা অবশ্যই আমাদের প্রতিপক্ষ করতে পারে, তাদের সমালোচনা আমাদের পক্ষ থেকে হতে পারে।
কিন্তু কারো ওপর ব্যক্তিগতভাবে বিষোদগার করা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
সোমবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংকালে সাংবাদিকরা বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান জিয়ার মাজারে তথ্যমন্ত্রীর ওপর বিষোদগার করেছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। একই সঙ্গে আমি দলের পক্ষেও কথা বলি।
বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত মিথ্যাচার করা হয়। সেই মিথ্যাচারের জবাব দেওয়া আমাদের দায়িত্ব।