সাম্প্রতিক শিরোনাম

৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান

৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে থাকতেন, খেতেন। সর্বশেষ গত ১২ দিন কোথাও ঠাঁই মেলেনি।

অবশেষে নিজের থাকার জন্য খুঁজে নিয়েছিলেন বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটের ওপর রাখা শিল্পী সুলতানের নৌকার নীচ।

রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবন যাপন করেছেন সেখানে। স্থানীয়রা তাকে যখন যে খাবার দিচ্ছেন তাই দিয়ে চলেছে তার আহার। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে জানাজানি হলে নজরে আসে জেলা প্রশাসকের।

শুক্রবার বিকেলে অসুস্থ ওই বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইল জেলার কুড়িগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ৮৫ বছর বসয়ী এই বৃদ্ধা মাকে দেড় বছর আগে সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে জানা গেছে।

নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডু (৮৫)। তার দুই পুত্র সন্তান দেব কুন্ডু (৫০) এবং উত্তম কুন্ডু (৪০)।

উত্তম কয়েক বছর আগেই বিয়ে করে অন্যত্র বসবাস করেন। শহরের রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার ব্যবসায়ী দেব কুমার মাকে দেখাশোনা করতেন।

দেড় বছরের বেশী সময় আগে মায়ের সাথে দুর্ব্যবহার করে তাকে বাড়ি থেকে বের করে দেন দেব। এ সময় স্থানীয় অমিত সাহা তাকে কয়েক মাস তার নিজের বাড়িতে রাখেন। এরপর থেকে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে থাকতেন এবং খেতেন তিনি।

বৃদ্ধা মায়া রাণী কুন্ডু কান্না জড়িত কণ্ঠে জানান, দেড় বছরের বেশী ছেলে ও ছেলের বউ তাকে খেতে ও থাকতে দেয় না। তার পাঁচ শতকের একটি জায়গা ছিল। সেই জায়গা কয়েক লাখ বিক্রি করেছে সন্তান দেব কুমার।

পরে তারা খুব খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছু দিন এখানে ওখানে ছিলেন। এখন আর কোথায় যাওয়ার জায়গা নেই। এবাড়ি ওবাড়ি গেলে যা খেতে দেয় তাই খান।

মায়া রাণীর ছেলে দেব কুন্ডু বলেন, বউ এর সাথে বনিবনা হয় না, তা আমি কি করবো।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, বিষয়টি জানার পরপরই ওই বৃদ্ধাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে কাপড় ও খাবার দেওয়া হয়েছে।

ছেলেদের কাছে না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসক তার সকল দ্বায়িত্ব নিয়েছেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...