নুরুল হক নুরকে মানসিক হাসপাতালে চিকিৎসা করানো জরুরি বলে মন্তব্য করেছে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিৎ চন্দ্র দাস।
নূরসহ অন্যান্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় সনজিৎ চন্দ্র দাস নেপথ্য ভূমিকা রেখেছেন বলে নূর যে অভিযোগ তুলেছেন তার জবাবে শুক্রবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সনজিৎ বলেন, ওই মেয়ের সঙ্গে আমার বিন্দুমাত্র যোগাযোগ নেই।
নূরকে মিথ্যাবাদী ও মানসিক বিকারগ্রস্ত অভিহিত করে তিনি বলেন, কোনো মানসিক হাসপাতালে নূরের চিকিৎসা জরুরি।
রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।
পরে সোমবার শাহবাগের বিক্ষোভ থেকে নূরসহ সাত জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পর নূরকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।
পরে সেখান থেকে নুরুল হক নূরকে ছেড়ে দেয়া হয়।