সাম্প্রতিক শিরোনাম

শেখ হাসিনার সংগ্রাম ও ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয়: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম ও ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয়। তাঁর এই দৃষ্টান্ত ও রাজনৈতিক দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।

এক্ষেত্রে শেখ হাসিনা দুর্গম পথের নির্ভীক যাত্রী গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ গুণে আন্তর্জাতিক অঙ্গণে শুধুমাত্র ক্ষমতাধর সফল রাষ্ট্রনায়ক হিসেবে জায়গা নিয়েছেন।

একইসাথে তিনি মানবতার মা মাদার অব হিউম্যানিটি’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি আরো বলেন, দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার সুদীর্ঘ ৩৯ বছরের কন্টকাকীর্ণ পথচলা, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ওই গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে। যা অত্যন্ত যুগোপযোগী ও প্রয়োজনীয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অন্যান্য অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করে গেছেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

আমাদের সকলকে তাঁর এই প্রচেষ্টায় অংশীদার হয়ে সহযোগিতা করতে হবে।

বিশিষ্ট লেখক সোলায়মান সুখনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ওই গ্রন্থের সম্পাদক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, গ্রন্থটির নির্বাহী সম্পাদক তানভীর এ মিশুক।

উল্লেখ্য, জয়িতা প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটির প্রকাশক ইয়াসিন কবির জয়।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...