বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রদর্শিত এফ.কে-৩ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। Long Term Mordenization এর অংশ হিসেবে এ মিসাইল সিস্টেমটি আসার কথা রয়েছে।
যা মুলত সামরিক স্থাপনা,স্ট্রাটেজিক এবং গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হবে।এফ.কে-৩ একটি মিডিয়াম টু লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম।যার সর্বোচ্চ রেঞ্জ ১০০ কিমি।
একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য G2G ভিত্তিকে মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনা হয়েছে। সামরিক বাহিনীর আধুনিকায়নের স্বার্থে সকল সামরিক বাহিনীর মধ্যেও আন্তঃযোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে। যুক্ত হচ্ছে স্টেট অব আর্ট কমিউনিকেশন সিস্টেম।
এফ.কে ৩ মিসাইল সিস্টেমকে সেনাবাহিনী নিজে বিভিন্ন উন্নয়নমুখী অনুষ্ঠানে প্রচার করেছে। ৫০ মিটার থেকে ২৭০০০ মিটার পর্যন্ত উড়ন্ত লক্ষ্যবস্তুকে ট্রাক এবং বিধ্বংস করনে এফ.কে-৩ স্যাম ব্যবহার করা যাবে।