সংসদ সদস্যদের আবাসস্থল সংস্কারকৃত ১নং সংসদ সদস্য ভবন (ন্যামফ্লাট) উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে মানিক মিয়া এভিনিউস্থ ওই ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, ধারাবাহিকভাবে অন্য সংসদ সদস্য ভবনগুলোকেও সংস্কার করা হবে।
অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমত্রী শেখ হাসিনা সংসদ ভবন পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও ডিজিটালাইজেশনের ব্যাপারে অত্যন্ত সচেতন।
শত কর্মব্যস্ততার মাঝে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, সংস্কারকৃত ভবনটি বসবাসের অত্যন্ত উপযোগীই শুধু নয়, পানি সরবরাহ ব্যবস্থা, স্যনিটেশন ব্যবস্থাপনা ইত্যাদির আধুনিকায়নের মাধ্যমে এর গুণগত পরিবর্তন আনা হয়েছে।
সংসদ সদস্য ভবনগুলোর সার্বিক পরিচর্যা, রক্ষনাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যগণের ভূমিকা অনস্বীকার্য বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বক্তৃতা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সংসদ সদস্য মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, নাহিদ ইজাহার খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার, কানিজ ফাতেমা ও এনামুল হক উপস্থিত ছিলেন।