ধর্ষণের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তার ওপর বসে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের বিক্ষোভে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুরে শাপলা চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। দুপুর ১২টার পর তারা রাস্তায় অবস্থান নেয় এবং কিছুক্ষণের তাদের সংখ্যা বাড়তে থাকে।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অংশ নিয়েছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে মতিঝিল মডেল, সরকারি বিদ্যালয় এবং আইডিয়াল স্কুলের চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সকাল ১০টার পর থেকে মতিঝিল শাপলা চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়।