মা ইলিশ সংরক্ষণে তৃতীয় দিন পর্যন্ত অভিযানে অবৈধ মৎস্য আহরণের কারণে মৎস্য আইনে ১৭৮ জন জেলেকে জেল প্রদান ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে তৃতীয় দিন পর্যন্ত ৪৪২ টি মোবাইল কোর্ট ও ৩০৫৯ অভিযান পরিচালনা করে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল আটক, অবৈধ মৎস্য আহরণের কারণে মৎস্য আইনে ১৭৮ জন জেলেকে জেল প্রদান ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।