কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩০ মার্চ।
বৃহস্পতিবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কওমি মাদরাসা সংশ্লিষ্ট সর্বোচ্চ অথরিটি প্রতিষ্ঠান আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের’ স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মরহুম আল্লামা শাহ আহমদ শফীর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য দোয়া হয়।
এরপর নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যগণ তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করে দোয়া করেন।
সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ১৪৪২ হিজরি/২০২১ সালের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় বলে জানিছেয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস সম্পাদক মু: অছিউর রহমান।