ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ২৪ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি দ্বারা মুনতাহা মিহীর - October 31, 2020 শেয়ার FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintLINEViber ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ২৪ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।