ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ই-সিগারেট যুব সমাজকে ধ্বংসের এক অভিনব নেশাজাত পণ্য। অতি দ্রুত এগুলো আমদানি, উৎপাদন ও বিপনন বন্ধ না করলে কোমলমতি যুবসমাজ বিপথগামী হয়ে যাবে।
ভারত যদি ই-সিগারেট নিষিদ্ধ করতে পারে তাহলে আমরা কেন পারবো না? মাদক নির্মূলে সরকার যেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, ই-সিগারেটের বিষয়েও একই নীতি গ্রহণের আহবান জানান তিনি।
রাজধানীর অফিসার্স ক্লাবে মঙ্গলবার আয়োজিত তরুণদের নেশায় আসক্ত করতে নতুন হুমকি ই-সিগারেট: বন্ধের উপায় শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শামীম হায়দার পাটোয়ারি এমপি।
আলোচনায় অংশ নেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, ডা. হাবিবে মিল্লাত এমপি, শিরিন আক্তার, ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।