সাম্প্রতিক শিরোনাম

বিএনপি নদী ব্যবস্থার উন্নয়ন বাদ দিয়ে লুটপাট, দখলবাজি করেছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত জোট সরকারের আমলে দেশের মধ্যে সিরিজ বোমা হামলা করে দেশকে অন্ধকারে পরিণত করেছে।

জঙ্গিবাদ কায়েম করা হয়েছিল, তৈরি করা হয়েছিল মুফতি হান্নান, বাংলা ভাইসহ আরো অনেক জঙ্গি।

বিচার ব্যবস্থা-আদালতের ওপর বোমা মেরে দেশকে আতঙ্কিত করা হয়েছিল। ধ্বংস করা হয়েছিল এ খাতকে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বড় বড় গাড়ি বিক্রেতা কম্পানির স্বার্থ রক্ষায় দেশের রেল ও নৌ পথতকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

আবার তারা রাস্তার উন্নয়নও করে যায়নি। মহাসড়ক কাগজে থাকলেও এটা কেউ দেখেনি, এখন মহাসড়ক আছে, রেল-নৌ পথ সচল হয়েছে।

মানুষ রেলে চড়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। প্রধানমন্ত্রী সব সেক্টরকে ঢেলে সাজাতে কাজ করছেন।

তিনি বলেন, বিএনপি নদী ব্যবস্থার উন্নয়ন বাদ দিয়ে লুটপাট, দখলবাজি করেছে। যারা দখলবাজি, রাজনীতির দুর্বৃত্তায়ন ও মানুষ মেরেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের রাজনীতি মানুষ সমর্থন করে না।

এ কারণে আজ তারা রাজনীতির মাঠ থেকে বিচ্ছন্ন হয়ে পড়েছে। অসুস্থত রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া যায় না।

শিপিং অ্যান্য কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি আশিম কুমার দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহসিনুল করিম লেবু। এতে বক্তব্য দেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক (ডিজি) ইঞ্জিনিয়ার লুতফর রহমান, সাবেক সভাপতি আনিসুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...