ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। উন্নতি করেছে আর্জেন্টিনা। আট নম্বর থেকে সাতে উঠে এসেছে লিওনেল মেসির দল। তবে পরিবর্তন হয়নি ব্রাজিলের অবস্থান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আছে আগের মতোই তিন নম্বরে।
ফিফার প্রকাশ করা সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে। তিন ধাপ এগিয়ে এখন তারা ১৮৪-তে উঠে এসেছে।
বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন ধাপ এগিয়েছে।
র্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সেরও। তারা আগের মতোই আছে দ্বিতীয় স্থানে। চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল, ছয়ে স্পেন, আটে উরুগুয়ে, নয়ে মেক্সিকো এবং দশে আছে ইতালি।