বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির গুলশান অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম গ্রহণ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান অপরাধ বিভাগকে করোনা মোকাবিলায় জরুরি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পুলিশের গুলশান অপরাধ বিভাগ কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উদ্যোগ ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। অনুদানকৃত এই পিপিই কোভিড-১৯ মোকাবেলায় প্রথম সাড়াদানকারী হিসেবে তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।
এই সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২০০০ পিস ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক, ৪৫০ টি মেডিকেল গ্রেড হ্যান্ড স্যানিটাইজার বোতল (২৫০ মি.লি.) ও ১০০০ ফেস শিল্ড। এই সকল সরঞ্জাম যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে ক্রয় করেছে।