চলন্ত ট্রে‌নের দরজায় উঁকি, খুঁটির সঙ্গে ধাক্কা লে‌গে অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু

চলন্ত ট্রে‌নের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লে‌গে অ”জ্ঞাত এক যুবকের মৃ’ত্যু হয়েছে।

রোববার সকা‌লে গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের ধীরাশ্রম এলাকায় এই cঘটনা ঘ‌টে। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছলে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাহিরের দিকে উঁকি দেন।

এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মা’রা যায় এবং খুঁটির সঙ্গে তার ম’রদে’হ ঝুলে থাকে। খবর পেয়ে ম’রদে’হ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নি’হতের পরিচয় জানা যায়নি।