ভু’য়া প্রশ্নপত্র ছড়ানোয় বেশ কিছু ফেসবুক আইডি গ্রুপ ও পেইজ বন্ধ করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ভু’য়া প্রশ্নপত্র ছড়িয়ে বিভ্রা’ন্তি ও প্র’তার’ণার অ’ভিযোগে ১০টি ফেসবুক আইডি, ১৫টি পেজ এবং কয়েকটি গ্রুপ বন্ধ করে দিয়েছে পু’লিশের সা’ইবার সি’কিউরিটি অ্যান্ড ক্রা’ইম ইউনিট।
পু’লিশ জানায়, কিছুদিন ধরে অনলাইনে ভু’য়া প্রশ্নপত্র ফাঁ’সকারী চ’ক্রের সন্ধানে ন’জরদারি চালায় তারা। সম্প্রতি এরকম একটি বড় গ্রুপের অ্যাডমিনকে গ্রে’প্তার করে সা’ইবার ইউনিট।
ব্ল’ক করে দেয়া হয় গ্রুপটি। পরে এরকম আরো কয়েকটি আইডি, পেজ ও গ্রুপের বিষয়ে ফেসবুককে জানানোর পর সেগুলোও ব’ন্ধ করে দেয়া হয়।
গত দুই বছরে ভু’য়া প্রশ্নপত্র ফাঁ’স চ’ক্রের ৫টি বড় গ্রুপের অ্যাডমিনসহ অন্তত ৩০ জনকে গ্রে’প্তার করেছে পু’লিশ।