সাম্প্রতিক শিরোনাম

গা’লি দিলেন দু’দু

সিটি ক’রপোরেশন নি’র্বাচনের কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের চো’র ডা’কাতেরা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দু’দু। তিনি বলেন, কে বলেছে নি’র্বাচনে বিএনপি ছিল না? বিএনপি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সব জায়গায় ছিল বিএনপি। তাদের ভোটকেন্দ্রে ছিল ডা’কাত, ভোট কেন্দ্রে ছিল চো’র, ভোটকেন্দ্রে ছিল হা’রামজাদা।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে খালেদা জিয়ার মু’ক্তি দা’বিতে ডাকা বিএনপির স’মাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন দু’দু।


তিনি বলেন, ‘প্রয়োজন বোধ করলে বেগম জিয়াকে বের করে নিয়ে আসবো। আমরা মওলানা ভাসানীর উত্তরসূরি। আমরা শহীদ জিয়ার উত্তরসূরি, আমরা বেগম জিয়ার উত্তরসূরি। কথা একটাই, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা বাঁকা করবো। রাজী আছেন?
এ সময় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সবাই একযোগ হ্যাঁ সূচক আওয়াজ তোলেন।


সরকারকে স’তর্ক করে দুদু বলেন, ‘সরকারকে বলি, সময় বেশি দেবো না। (খালেদা জিয়াকে) ছাড়েন ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন। পরে ভাই কে কোথায় যাবেন, কি হবে! ঠিক নাই তো। ছাড়েন, ছেড়ে দেন। এটা একটা অনুরোধ করছি (দুই হাত জোড় করে), আপনাদের কাছের লোক হিসেবে, একসঙ্গে ছাত্র আ’ন্দোলন করেছি, ছেড়ে দেয়ার অনুরোধ করছি।


তিনি বলেন, ইশরাকের সাথে পারেন না, তাবিথের সাথে পারেন না। পু’লিশ নেন, সরকার নেন, গু’ণ্ডা নেন, ডা’কাত নেন। বলে যে, বিএনপি ছিল না। কে বলেছে বিএনপি ছিল না? বিএনপি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সব জায়গায় ছিল বিএনপি। তাদের ভোট কেন্দ্রে ছিল ডা’কাত, ভোট কেন্দ্রে ছিল চো’র, ভোটকেন্দ্রে ছিল হারা’মজাদা।


‘আসুন প্রতি’জ্ঞা করি, বেগম জিয়াকে মু’ক্ত করা ছাড়া ঘরে ফিরে যাবো না।’ এই বলে বক্তব্য শেষ করেন শামসুজ্জামান দু’দু।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...