হঠাৎ গু’রুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তী গয়েশ্বর চন্দ্র রায়

হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতলে ভর্তি হয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তার পুত্রবধূ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী জানান, ঢাকা সিটি করপোরশেন নির্বা’চনের প্রচারণার সময় অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

সেসময়ও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।