মাদ’কবি’রোধী অ’ভিযানে অংশ না নেয়ার জের ধরে খুলনায় অনলাইন পত্রিকা “খুলনার কণ্ঠের” সম্পাদক শেখ রানা কে মা’দক মা’মলায় আট’ক করা হয়। আট’ককৃত শেখ রানাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা ডিবির রি’মান্ড আ’বেদন নামঞ্জুর করেছেন আ’দালত এবং মা’মলার তদন্ত কর্মকর্তা মুক্ত রায় চৌধুরী কে সত্য তুলে ধরতে সতর্কও করে হয় বলে তথ্য নিশ্চিত করেন আসা’মী পক্ষের আ’ইনজীবী।
প্রসঙ্গত, খুলনা জেলা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী আবেদনে উল্লেখ করেন আরেকটি গাড়ি ছিলো এবং সেখানেও মাদ’ক ছিলো। এরই প্রতি উত্তরে বিচারক মোঃ সাইফুজ্জামান তাঁকে বলেন আপনার দায়িত্ব থাকাকালীন আপনি সরকারী ওয়ারলেস পেয়ে থাকেন তবে কেনো আপনি তখন গাড়িটি উদ্ধারের চেষ্টা করেননি।
আ’সামী পক্ষের আই’নজীবী এ্যাড. বেল্লাল হোসেইনআজ মঙ্গলবার খুলনা সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিষ্ট্রেট আদা’লত ছ অঞ্চল বিচা’রক মোঃ সাইফুজ্জামান শুনানি শেষে রি’মান্ডের আবেদন নামঞ্জুর করেন বলে জানান।
আ’সামী পক্ষের আই’নজীবী এ্যাড. বেল্লাল হোসেইন আরও জানান, খুলনার কণ্ঠের সম্পাদক শেখ রানাকে মা’দকের মা’মলায় রি’মান্ড চায় খুলনা জেলা ডিবি। আ’দালত মা’মলার বিষয়বস্তু জেনে ও মা’মলার কিছু অসঙ্গতি লক্ষ্য করে রি’মান্ড আবেদন নামঞ্জুর করেন।
মা’মলার তদন্ত কর্মকর্তা মুক্ত রায় চৌধুরী জানান, মা’দক মা’মলার আ’ইনে ১নং আ’সামী সোহেল শেখ, ২নং শেখ রানা ও ৩নং ড্রাইভার মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পাচঁ দিনের রি’মান্ডের আবেদন করেছিলাম। রি’মান্ড নামঞ্জুর করেছেন বি’চারক।