কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী নদীর ব্রীজ ভেঙ্গে পরে তিনজন গুরুতর আহত ও একজন নি’খোঁজ রয়েছে, চলছে উ’দ্ধার কার্যক্রম। মঙ্গলবার সন্ধ্যার পর বালু বোঝাই একটি ট্রলি চলাচলের অ’নুপোযোগী আয়রণ ব্রীজটি পারাপারের এ দু’র্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। নিখোঁজ আনিস প্যাদা (৪০) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে। আহতরা হলেন উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের শাহিন হাওলাদার (২৬), ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার (৪২), সেলিম গাজী (৩২)। গুরুতর আহত ট্রলি চালক মোজাম্মেল হাওলাদারকে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, নদীতে প্রচুর স্রোতের জন্য থেমে থেমে উ’দ্ধার কাজ চলছে। নিখোজ ব্যক্তি ও ডুবে যাওয়া ট্রলি উ’দ্বারে বরিশাল থেকে আগত বিশেষ উ’দ্ধার বা’হিনী, কলাপাড়া ফা’য়ার সার্ভিস, ই’উনিয়ন পরিষদসহ স্থানীয় ডু’বুড়িদলের উদ্দ্যেগে কাজ চলছে এবং উদ্ধার কাজ অব্যাহত থাকবে।
প্রতক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ ট্রলিটি ঝুঁ’কিপূর্ণ ব্রীজে মালামাল পারাপার করতে বাধ্য করে। নি’ষেধ অমান্য করে ট্রলি পারাপার করলে এ দু’র্ঘটনা ঘটে।