তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ অফিসার্স চয়েজ ম’দের চালান সহ নাসির বিড়ি ও ভারতীয় গাঁ’জা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ই মার্চ) চাঁনপুর বিওপির টহলদল গোপন সংবাদের বিত্তিত্বে সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় ম’দ এবং ১৪,০০০ পিস (৫৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে যার আনুমানিক সিজার মূল্য ৪০,৩০০ টাকা।
অপরদিকে,চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। উপজেলা ৪নং বড়দল উত্তর ইউনিয়নের রাজাই এলাক থেকে ২ কেজি ভারতীয় গাঁ’জা আটক করে যার আনুমানিক মূল্য ৭,০০০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন( বিজিবি) অধিনায়ন মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ,নাসির বিড়ি ও গাঁ’জার চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।