১৭ মার্চ ২০২০, ’মুজিববর্ষ’ উপলক্ষে প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত ছাত্রজীবন।
বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গান, কবিতা, ছড়া ও প্রবন্ধ লেখা হয়েছে এবং হচ্ছে। এমনকি গবেষণাও হয়েছে। বঙ্গবন্ধুর ছাত্রজীবন ছিলো স্বপ্নময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকা অবস্থায় চতুর্থ শ্রেণির কর্মচারিদের দাবি আদায়ের আন্দোলনকে সমর্থন করায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বাতিল করা হয় তখনকার ছাত্রনেতা শেখ মুজিবের ছাত্রত্ব। অসমাপ্ত রয়ে যায় তাঁর ছাত্রজীবন। ছাত্রত্ব বাতিল হলেও তিনি দমে যাননি, থেমে যায়নি তাঁর রাজনীতি। তিনি সমহিমায় উজ্জ্বল হন।
বঙ্গবন্ধুর সেই বর্ণাঢ্য ছাত্রজীবনকে কেন্দ্র করে রচিত এই গ্রন্থটি নতুন প্রজন্মকে জানতে ও শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
অসমাপ্ত ছাত্রজীবন
শরিফুল হাসান শুভ,
লেখক পরিচিতি
শরিফুল হাসান শুভ। তার পিতার নাম মো: আব্দুল রাজ্জাক। মাতা- হামিদা বেগম। জামালপুর সদর উপজেলায় তুলশীরচর ইউনিয়নের হনুমানের চর গ্রামে তার জন্ম ।ব্রহ্মপুত্র নদীর জলে সাঁতার কেটে বেড়ে ওঠা তার শৈশব জীবন। শৈশব কৈশোরে অলীক কল্পনা মাখা দিনগুলো পার করে তারুণ্যের হাতছানি দিয়ে উদ্দীপ্ত ঝলমলে বেড়ে উঠেছে তার বর্ণিল জীবন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে সফলতার সাথে এলএলবি অনার্স ও এলএলএম মাস্টার্স পাশ করেন।
তিনি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত।বঙ্গবন্ধুর প্রতি ছিল তার অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর অলীক কল্পনাকে বাস্তবে রুপ দেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তার স্বপ্ন বঙ্গবন্ধু সকল বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। বিভিন্ন মানুষের অনুপ্রেরণায় লেখা বঙ্গবন্ধুর অসমাপ্ত ছাত্রজীবন। জাতির পিতার ছাত্রজীবন নিয়ে গবেষণা করে লেখক শুভ তার শুভ কর্ম দ্বারা আলোকিত করবেন সমাজ। তার আগামী দিনের পথচলা উজ্জ্বল ভবিষ্যত ও সুস্বাস্থ্যের কামনায় সকলের নিকট দোয়া প্রত্যাশী।