আজ ২৫ জানুয়ারী সোমবার বিকাল ৩ঘটিকায় সীতাকুন্ড পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির নির্বাহী আহ্বায়ক মোঃ রবিউল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সীতাকুন্ড পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হ’ন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, সীতাকুন্ড পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।
কাউন্সিলর নির্বাচিত হ’ন যথাক্রমেঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, বদিউল আলম জসীম, শামসুল আলম আজাদ, হারাধন চৌধুরী বাবু, শফিউল আলম চৌধুরী মুরাদ, দিদারুল আলম এপ্যেলো, ফজলে ইলাহি পায়েল, মফিজুর রহমান, জুলফিকার আলী মাসুদ শামীম,মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন আনোয়ারা বেগম, কামরুন্নাহার কাকলী ও খালেদা আক্তার। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার মাধ্যমে নির্বাচনের প্রায় ২৬দিন পর এ প্রথম নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ বিশাল সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা এবং অপরিমেয় ভালবাসায় মুগ্ধ হয়েছিলেন সংবর্ধিত মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম ও তাঁর কাউন্সিলরবৃন্দগণ।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম সীতাকুন্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁনকে নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সকল ইতিবাচক ভূমিকার ভূঁয়সী প্রশংসাসহ কৃতজ্ঞতা জানান। নির্বাচিত ও সংবর্ধিত সকল কাউসিলরগণ বিরল এ সম্মানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেনঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মার্শেল কবির পান্নু, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন। সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন নির্বাচিত কাউন্সিলরগণ, উপস্হিত ছিলেন যথাক্রমেঃ বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, শামিমা আক্তার লাভলী,মোঃ হাসান মানিক, কামরুন্নাহার নীলু, কামরুন্নাহার মেম্বর, আব্দুল গনি, ওমর ফারুখ, মৃনাল কান্তি বিশ্বাস, জামাল উদ্দীন, শিপলু দাশ, আরাফাত, নোয়ামিয়া কন্ট্রাক্টর, আবুল হাশেম সওদাগর, বেলাল হোসেন, জয়নাল আবেদীন, মোঃ খোকন, ইমতিয়াজ হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী শিপন, হেলাল, কামরুল ইসলাম, সালাহউদ্দিন, মামুন, মোরশেদসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।