দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তিনি বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার তালিকায় যুক্ত হবেন। এ জন্য শিক্ষকের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফেব্রুয়ারির যেকোনো দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানানো হবে।
সে জন্য সব বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার মতো করে উপযোগী করে তুলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সব প্রাথমিক শিক্ষককে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে। শিক্ষক ও কর্মকর্তাদের ভ্যাকসিন দেওয়া হবে।
স্কুল খোলার আগে বা পরে এ কর্মসূচি শুরু হবে। এ জন্য প্রাথমিকের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে।
তবে বয়স ১৮-এর কম হওয়ায় আপাতত শিক্ষার্থীরা এখন ভ্যাকসিন পাবে না বলে জানান প্রতিমন্ত্রী।