সরাসরি রাজনৈতিক সংগঠনের সহিত সম্পৃক্ততা সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের সদস্যসচিব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব, সেভ দ্যা হিউম্যানিটি- বাংলাদেশ সীতাকুন্ড উপজেলার সভাপতি ও ক্রাক প্লাটুন আওয়ামী অনলাইন এক্টিভিস্ট বাংলাদেশের আহ্বায়ক হিসেবে সরাসরি দায়িত্ব পালন করার দরুন প্রেসক্লাব তথা সাংবাদিক সংগঠনের যথাযথ দায়িত্ব পালন করতে না পারায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলো সাংবাদিক ইউসুফ খান।
২৫ শে জানুয়ারী সকাল বেলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিক ইউসুফ খান জানান “কারো দ্ধারা প্ররোচিত হওয়া ব্যাতিরেকে সীতাকুন্ড প্রেসক্লাবের সকল কর্মকান্ড থেকে পদত্যাগ করছি। আজ ২৫ জানুয়ারী ২০২০ ইং থেকে এ স্বিদ্ধান্ত কার্যকর হবে। আমার এ পদত্যাগ আমার ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারে একটি নয়া দিগন্তের সূচনা করবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি। সাংবাদিকতার ক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক কারো সাথে বৈরিতা নয় এ নীতিতে আমার অবস্হান সুদৃঢ় করবার জন্য আমি বদ্ধপরিকর। আমার এহেন স্বিদ্ধান্তে কারো মনে বিন্দুমাত্র কস্ট অনুভব হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবার অনুরোধ রহিল।”
এ বিষয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।