রাজধানীর মোহাম্মদপুরে শীতার্ত ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে শীতার্ত মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দেন বিএনপির এই নেতা।
এ সময় তার সঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহবায়ক ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, শিক্ষক ও প্রকৌশলী ইকবালুর রহমান রুকন উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে তিন শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন রিজভী।
পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রিজভীর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন।
উল্লেখ্য, কিছু দিন আগে তিনি হার্টঅ্যাটাক করে দুদফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।