সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে আমরা একজন নক্ষত্রকে হারালাম: পররাষ্ট্রমন্ত্রী

শহীদ বৃদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের প্রতি শ্রদ্ধা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে শাহীন রেজার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে আমরা একজন নক্ষত্রকে হারালাম। তাঁর পৃথিবী ছেড়ে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, স্বাধীনতা লাভের পরপরই শাহীন রেজার পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

ড. মোমেন শাহীন রেজা নূরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।