নরসিংদী প্রতিবেদক : নরসিংদী জেলার পলাশ উপজেলায় সারা দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ ই মার্চের সেই বিশ্ববিখ্যাত কালজয়ী ভাষণের মধ্যেই প্রোথিত ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা।
দিনটির শুরুতেই পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সশ্রদ্ধ ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিনুল ইসলাম সহ পলাশ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য উপজেলা পরিষদের করিডোরে বঙ্গবন্ধুর দূর্লভ ছবি দিয়ে “বঙ্গবন্ধু গ্যালারি” এর শুভ উদ্বোধন করা হয়। এরপরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ”মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে” বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সশ্রদ্ধ ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরবর্তীতে উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের প্রাঙ্গনে নির্মিত “চিরঞ্জীব মুজিব” নামক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সশ্রদ্ধ ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল অফিস ভবনসমূহ আলোক সজ্জিতকরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ, নীরবতা পালন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিনের এ সকল কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ ই মার্চের গুরুত্ব এবং তাৎপর্যকে ফুটিয়ে তোলা হয়।