প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেয়া সেই চালক ও সহকারী র‍্যাবের হাতে গ্রেফতার

শীতাতপ নিয়ন্ত্রিত বাস থেকে ‘ভাড়া দিতে না পারায়’ বাক-প্রতিবন্ধী এক নারীকে ফেলে দেওয়ায় সেই বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব৷

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেয়া সেই চালক ও সহকারী র‍্যাবের হাতে গ্রেফতার
এন মুল্লিক পরিবহনের সেই বাস

কেরানীগঞ্জে মডেল থানার ওসি কাজী মাইনুল জানান, ‘‘ঘটনার পর ভুক্তভোগী নারীকে পাওয়া যাচ্ছিল না৷ এন মল্লিক পরিবহনের ওই বাসটির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে এবং বাসটিও জব্দ করা হয়েছে৷

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেয়া সেই চালক ও সহকারী র‍্যাবের হাতে গ্রেফতার
ধাক্কা দেয়ার পর মাথায় আঘাত পান তিনি

র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  তবে কবে কখন কোথা থেকে তাদের আটক করা হয়েছে, তাদের নাম-ঠিকানা কিছু তথ্য দেননি মাহফুজুর রহমান৷

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেয়া সেই চালক ও সহকারী র‍্যাবের হাতে গ্রেফতার
ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় সেই মহিলাকে

মঙ্গলবার পরে পুলিশ খুঁজে সেই নারীকে বের করে এবং তার কাছ থেকে অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া নেয়৷